
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাস স্ট্যান্ডের সামনে ইসকন নিষিদ্ধ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে তাওহীদি জনতা একে একে একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি ছোট কুমিরা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে গুল আহমদ জুট মিলস পর্যন্ত গিয়ে পুনরায় ছোট কুমিরা এসে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের শাস্তি এবং সাম্প্রতিক ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানান।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধ ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে।
সমাবেশে বক্তৃতা করেন মাওলানা মাহবুব রহমান, মাওলানা জসিম উদ্দিন,মাওলানা শাহাদাত হোসেন ও মাওলানা জামাল উদ্দিন । তারা বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ও ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে সমাজে শান্তি ফিরবে না।”












