
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড হিঙ্গুরীপাড়া এলাকায় বুধবার সকালে সীতাকুণ্ড থানা বিএনপির আহবায়ক ডা কমল কদর উদ্বোধন করেন এই খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির নতুন খাদ্যশস্য বিতরণ কেন্দ্র।
উদ্বোধনের পরপরই চাল নিতে কেন্দ্রের সামনে ভিড় করেন স্থানীয় মধ্যে বৃত্ত নিম্ন আয়ের সুবিধাভোগীরা।
মেসার্স আব্দুল্লাহ স্টোর এবং ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ বেলাল উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির আহবায়ক ডা কমল কদর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো মোরসালিন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো ইদ্রিস মিয়া মনির, সাবেক সাধারণ সম্পাদক মো সাহাবউদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো মাহাবুবুল আলম, ইউনিয়ন মৎস্য দলের সাবেক সাধারণ সম্পাদক মো বেলাল হোসেনসহ প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি উপকারভোগী মাসে ৩০ কেজি করে চাল পাবেন, যার মূল্য কেজি প্রতি নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে। বছরে ছয় মাস এ চাল বিতরণ করা হবে।
চাল নিতে আসা মাস্টার পাড়া গ্রামের গৃহিণী আনোয়ারা বেগম বলেন, “আমাদের মতো গরিব মানুষদের জন্য এই চাল খুব সহায় হয়ে দাঁড়াবে। বাজারে এখন যে দামে চাল কিনতে হয়, সেটা আমাদের পক্ষে বহন করা সম্ভব না।”
এছাড়া স্থানীয় বাসিন্দা ফছিউল আলম বলেন, “প্রতি মাসে ৩০ কেজি চাল পাওয়া গেলে সংসার চালাতে অনেকটা স্বস্তি মিলবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারের একটি মানবিক উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ ন্যায্যমূল্যে চাল পাচ্ছে। এতে একদিকে যেমন মানুষের ভোগান্তি কমছে, অন্যদিকে সমাজে স্বস্তি ফিরছে।