
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের অবস্থিত রাষ্ট্রীয়ত্ত প্রতিষ্ঠান গুল আহমদ জুট মিলস দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে পড়ে আছে। এই রাষ্ট্রীয়ত্ত প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে প্রতিনিয়ত চুরি হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন বৈদ্যুতিক এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। যেন দেখার কেউ নেই।
এই বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের কর্তব্যরত কর্তৃপক্ষ বলেন, বড় ধরনের কোন চুরির ঘটনা ঘটেনি। এই দিকে রাত হলেই শুরু হয় রাষ্ট্রীয়ত্ত প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল চুরির প্রস্তুতি। স্থানীয় কিছু প্রভাবশালী দুষ্কৃতকারী দলবল নিয়ে গভীর রাত পযন্ত বিভিন্ন গাড়ি যোগে লুটপাট করে নেওয়া হয় রাষ্ট্রীয়ত্ত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিভিন্ন মালামাল।
এমন অবস্থা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী।তারা জানান প্রভাবশালী একটি চক্র প্রতিনিয়ত প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্র অংশ চুরি করে নিয়ে যাচ্ছে।
এই বিষয়ে রাষ্ট্রীয়ত্ত প্রতিষ্ঠানের কর্তব্যরত কতৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি জানান, ছোট ছোট ছাড়া বড় কোনো চুরির ঘটনা ঘটেনি।
স্থানীয়দের দাবি প্রতিষ্ঠানের কর্তব্যরত কর্তৃপক্ষ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে অবিলম্বে এই চুরি বন্ধ এবং এই চুরির সাথে জড়িতদের আইনের আওতায় এনে রাষ্ট্রীয়ত্ত সম্পদ রক্ষা করা যাবে।