শনিবার, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বাস করছে: আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বলেছেন, পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি স্মার্ট সিটির কনসেপ্টকে কাজে লাগাতে হবে। নিরাপত্তা আর শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রেখে কর্মপরিকল্পনা প্রনয়ন করা গেলে ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে।

তিনি আরও বলেন, সীতাকুণ্ডে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বাস করছে। যারা ধর্মীয় উগ্রবাদ সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিল করতে চায়, তাদের সে স্বপ্ন পূরণ হবে না। সম্প্রীতির সীতাকুণ্ডে উগ্রবাদের স্থান নেই।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সীতাকুণ্ডের পৌর সদরে নির্বাচনী গণসংযোগকালে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিল্প এবং পর্যটন নগরী সীতাকুণ্ডের পৌরসভার যে অপার সম্ভাবনা রয়েছে, তাকে কাজে লাগানো গেলে সীতাকুণ্ড হবে সারাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা। পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি স্মার্ট সিটির কনসেপ্টকে কাজে লাগাতে হবে। নিরাপত্তা আর শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রেখে কর্মপরিকল্পনা প্রণয়ন করা গেলে ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. খুরশিদ জামিল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ কমিশনার।

আরও উপস্থিত ছিলেন, মোজাহের উদ্দিন আশরাফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, বিএনপি নেতা সেলিম কমিশনার, জহিরুল ইসলাম নাছির, আবু সিদ্দিক বাল্লা, রুবেল, নুরুল আলম বাবুল, সেলিম উদ্দিন কাউন্সিলর, আশেক এলাহী, আলমগীর ইমরান, শামসুদ্দিন, শহীদুল্লাহ, শহীদুল্লাহ ভুইয়া, কাইয়ুম, মফিজুর রহমান, মাসুদা খায়ের, ফজিলাতুন নেছা, আনোয়ারা বেগম, মাহফুজা মাওলা লাকী, বখয়িার উদ্দিন, অমলেন্দু কনকম, জিয়াউদ্দিন, মহিন, মেজবাহ. বাবলু, তানভির, বাপ্পী, মামুন রেজা, ইসমাঈল হোসেন ,কামরুল ইসলাম বাবলু, আশরাফ জিকু্, একরামুল হক সিফাত।

পরে বিকেল ৩টায় নগরীর পূর্ব ফিরোজশাহ এলাকায় মহিলা সমাবেশে যোগ দেন আসলাম চৌধুরী। সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ড নেতারা বক্তব্য রাখেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ