মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা ফারুক-ই-আজম

মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

সোমবার বিকেল ৬টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের বিভিন্ন পূজামণ্ডপ গুলো পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

পৌরসভা পূজা কমিটির সভাপতি সুজন মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাপন কৃষ্ণ দাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই- আজম বীরপ্রতীক।

এসময় তিনি বলেন,পূজা সকলের জন্য আনন্দের বিষয়। এখানে পূজাতি ও যারা আইন-শৃঙ্খলার কাজে জড়িত ও এলাকাবাসী সকলেই এই আনন্দের অংশ। বর্তমানে দেশ এক বিশেষ পর্যায় অতিক্রম করছে। আমাদের সবার প্রিয় মাতৃভূমি একটি নির্বাচনের দিকে যাচ্ছে। দল-মত নির্বিশেষে নির্বাচনী প্রক্রিয়ায় সবাই যুক্ত হবে। আমরা আশা করছি আসন্ন নির্বাচনটিকে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সবাই উপভোগ করব।

আলোচনায় উপদেষ্টা আরো বলেন, সকলে মিলে হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকারের সব ধরনের সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, এডিশনাল এসপি লাবিব আব্দুল্লাহ, ওসি তদন্ত মো. আলমগীর হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্যামল পালিত, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু কনক ও সাধারণ সম্পাদক বাহাদুর শাস্ত্রীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ