
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যানজট ইত্যাদি বিষয়সহ ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা, সরকারের বিভিন্ন দপ্তরের সেবাসমুহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভাটিয়ারী ইউনিয়নের নাগরিকদের সাথে উপজেলা প্রশাসনের এক গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, সেবাগ্রহীতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। গণসংলাপে অংশগ্রহণকারীগণ ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা,আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, যানজট নিরসন, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য,কৃষি ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা নুর উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুতফুন্নেসা, উপজেলা বন কর্মকর্তা মো: কামাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা প্রিয়াংকা চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিনসহ ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির বিভিন্ন দলীয় নেতৃবৃন্দরা।