শনিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সীতাকুণ্ডে মহাসড়কে যানজটে আটকে থাকা নোহা গাড়ির গ্লাস ভেঙে ডাকাতি

মো. রমিজ আলী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট এলাকায় একটি ডাকাত দল গাড়িতে হানা দিয়ে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল, টাকা পয়সা ও মানিব্যাগ নিয়ে পালিয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট এস.কে এম জুটমিল এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে।

জানা যায়, ডাকাতির শিকার হওয়া ব্যক্তিরা হলেন উন্নয়ন সংগঠন ডিডিআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ এবং ফিল্ড ট্রেইনার নুরুননাহার। সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং ইউনিসেফ বাংলাদেশ থেকে প্রশিক্ষণ শেষে নোয়া মাইক্রোবাস যোগে চট্টগ্রাম ফেরার পথে তারা ডাকাতের কবলে পড়েন।

শহীদুল ইসলাম সাজ্জাদ বলেন, শুকলাল হাটের কাছে এলে যানজটের অপেক্ষামান অবস্থায় সাত হতে আট জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের গাড়ির উপর হামলা করেন এবং বামপাশের তিনটি গ্লাস ভেঙে গাড়ির ভিতর প্রবেশ করে নগদ টাকার মানিব্যাগ, তিনটি মোবাইল সেট এবং স্বর্ণের রিং ছিনিয়ে নেন।

গাড়ি চালক মোঃ একরাম হোসেন বলেন, ঢাকা থেকে আমি যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। ছিলনা কোন সড়কবাতি। এক পর্যায়ে আমরা শুকলাল হাট এস কে এম জুট মিল এলাকায় গিয়ে জ্যামে পড়ি। এই সময় ওই এলাকার একটি গলির ভেতর থেকে ৭ থেকে ৮ জনের অস্ত্রধারী একটি ডাকাত দল গলি থেকে বের হয়ে আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলে। তারপর প্রথমে আমার মোবাইল ও যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ নগদ টাকা, একটি স্বর্ণের রিং, এক নারী থেকে স্বর্ণালংকার নিয়ে চলে যায় ডাকাত দল। ডাকাতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি মুখোশ পড়া ছিল। আর বাকি ডাকাতগুলোর মুখে মুখোশ ছিলোনা।

তিনি বলেন, আমার সামনের এক গাড়ি ভাঙচুর করে লুটপাট করে ডাকাত দল। এই ঘটনার পর খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তবে ডাকাত দলের হাতে ধারালো অস্ত্র থাকলেও কাউকে আঘাত করেনি তারা।

অপরদিকে একই দিন রাত আনুমানিক দেড়টার দিকে সীতাকুণ্ড ২ নম্বর ওয়ার্ডের শেখপাড়া পল্লী বিদ্যুৎ এলাকায় ৮ থেকে ৯ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সাংবাদিক গলিতে মহড়া চালায় এবং বাড়িতে প্রবেশের চেষ্টা করে।কিন্তু স্থানীয়রা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে এ সময় ডাকাত দল গলি থেকে পালিয়ে শেখপাড়ার দিকে চলে যায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ