শুক্রবার, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সীতাকুণ্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

মো. রমিজ আলী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমাননের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে এক শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার বিকাল ৪ টায় উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও অসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা এবং শোক র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব এম শামসুদোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মুকুল, সাবেক সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মন্জুর হোসাইন মন্জু, কুমিরা ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব এহতেশাম হায়দার টিটু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এম হেলাল উদ্দিন, যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সীতাকুণ্ড থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, সাবেক ছাত্র ও যুবনেতা জগলুল হোসেন নয়ন, যুবনেতা সালাউদ্দিন টিটু, ছাত্রদলের সাধারণ সম্পাদক তমাল হোসেন, এমদাদ উল আলম পারভেজ সীতাকুণ্ড উপজেলা জিয়া সাইবার ফোর্স, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ শাখার সদস্য সচিব মাহফুজ আলী, কুমিরা ইউনিয়ন মহিলা নেত্রী কুমছুমা আক্তার প্রমুখ । সভায় সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।

এ সময় কুমিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের শতস্ফুর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *