মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করব: আসলাম চৌধুরী

মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড হবে সম্প্রীতি অনন্য অঞ্চল। এই বাংলাদেশে সকল নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে বলে জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী।

শনিবার দুপুরে সীতাকুণ্ডে ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এদেশ সকলের। কোন বৈষম্য নয়, আমরা সবাই বাংলাদেশি৷ সকল ধর্মের, বর্ণের মানুষেরা মিলে সীতাকুণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধন হিসেবে নজির স্থাপন করব৷ যেন গোটা ভারত তাকিয়ে দেখে ঐতিহাসিক হিন্দুদের তীর্থস্থান সীতাকুণ্ডে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধদের সম্প্রীতি কতটা মজবুত ও সুসংহত। অনগ্রজ জাতি যদি থাকে আমরা তাদেরকেও সহযোগিতা করব।

এসময় অন্যান বক্তারা বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে হিন্দুদের ট্রাম কার্ড বানিয়ে খেলেছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে মরিয়া ছিল এবং দফায় দফায় সফলও হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষজন আওয়ামী লীগের কাছে জিম্মি ছিল। তারা একদিকে সংখ্যালঘু অন্যদিকে রাজনৈতিক যাঁতাকলে পিষ্ট হওয়ার ভয়ে ছিল।

বক্তারা বলেন, সীতাকুণ্ডের হিন্দুদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। এই এলাকাটি সনাতন ধর্মাবলম্বীদের মহা তীর্থস্থান হলেও কখনও সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও উন্নয়নকে গুরুত্ব দেয়নি আওয়ামী লীগ। সবসময় ট্রাম কার্ড বানিয়ে খেলেছে। অথচ আমরা দেখেছি ৫ আগস্ট পরবর্তী সময়ে সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দির পাহারা দিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ভারতীয় চ্যানেলে সীতাকুণ্ড নিয়ে অপপ্রচার করতে না পারে, গুজব ছড়াতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

সীতাকুণ্ড জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার নাথের সভাপতিত্বে ও অমলেন্দু কনক এবং সুনন্দ ভট্টাচার্য সাগরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন- রামকৃষ্ণ মিশনের স্বামী ভক্ত প্রদানন্দ, চট্টগ্রাম উত্তর জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুয়েল চক্রবর্তী, জিতেন্দ্রনাথ নাটু, মনোজ দেবনাথ, বাবুল শাস্ত্রী, গোপাল শর্মা, পাপন কৃষ্ণ, মোহন পাল, পৌরসভা বিএনপির সদস্যসচিব সালেহ আহমদ, জিয়া উদ্দিন জিয়া, ইসমাইল হোসেন সিরাজী ও কামরুল হাসান বাবলু।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ