
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ কদমরসুল এলাকায় মেসার্স চট্টলা সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ট্রাকের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।সেই সঙ্গে গ্যাস রিফিল মেশিন ও ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের গ্লাস ভেঙে পড়ে।
বিস্ফোরণে গ্যাস সিলিন্ডারটি বিধ্বস্ত হয়ে সিলিন্ডারের কিছু অংশ ঘটনাস্থল থেকে ৮০/১০০ ফুট দূরে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা ট্রাকের চালক, চালকের সহকারী এবং ট্রাকের পেছনে থাকা মাইক্রোবাসের তিন যাত্রী গুরুতর আহত