শনিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ঘর ভাংচুর এবং ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মো. রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম): সীতাকুণ্ডে সন্ত্রাসীদের দাবীকৃত ১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ঘর ভাংচুর করে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।
সীতাকুণ্ড মডেল থানার অভিযোগের বিবরণে জানা যায়, মুরাদপুর ইউনিয়নে ৭ শতক সম্পত্তি চট্টগ্রাম জেলার হাটহাজারী অধিবাসী মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী খরিদ করে সেখানে ঘর নির্মাণ করেন।ঘর নির্মাণ করার পর থেকে মুরাদপুর ইউনিয়নের আকবর হোসেন, ইউসুফ আলী, আকিব উদ্দীন ও গিয়াস উদ্দীন রাসেল জায়গার মালিক দিদারুল আলমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। কিন্তু সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আকবর হোসেনগং ক্ষিপ্ত হয়ে গত বুধবার গভীর রাত ২টায় সন্ত্রাসী বাহিনী নিয়ে টিনের ঘরটি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। এতে দিদারের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
রাসেলের পিতা কেনু মিয়ার নামে ২৩.০৬.৭৭ ইং ২৩০৩ নং বুয়া দলিল সৃজন করে নামজারি করেন এবং জমিটি বিক্রি করার পায়তারা করেন, কিন্তু জায়গার প্রকৃত খরিদা মালিক আবুল কালাম বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অধীনে রাসেলের পিতার নামজারির বিরুদ্ধে আপত্তি দিলে নামজারি বাতিল হয়ে যায় এরপর থেকে রাসেল আবুল কালামকে বিভিন্নভাবে হুমকি-ধুমকি ও হয়রানি করে। পরবর্তীতে সর্বশেষ মোঃ জসিম উদ্দিন এর মালিক দিদারুল আলম চৌধুরী খরিদ করার পর থেকে তাকে বিভিন্ন হয়রানি করার পর তার  কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এদিকে দিদারুল আলমের কেয়ারটেকার মোঃ জসিম উদ্দীন এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিলে বিবাদীগণ জসীমউদ্দীনকে প্রাণ নাশের  হুমকি দেয়। তাই উপায়ন্তর না পেয়ে জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।
এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *