মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ২৫ জন উদ্যোক্তা পেলেন ১৫ লাখ টাকার অনুদান

সীতাকুণ্ড প্রতনিধি: ই-কমার্স সেক্টরে কাজ করা সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন উদ্যোক্তার মাঝে ১৫ লক্ষ টাকার বিনিয়োগ প্রদান করেছে বিএন্ডএফ কর্পোরেট।

বৃহস্পতিবার বিকাল ৩টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত Entrepreneur Hunt এর গালা ইভেন্টে এ বিনিয়োগ প্রদান করা হয়।

বিএন্ডএফ কর্পোরেট-এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ আশ্রাফুল আলম ভূঁইয়ার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বিএন্ডএফ এর চেয়ারম্যান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব তাজাম্মাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, শিক্ষাবিদ মাস্টার নজির আহমেদ, বিএন্ডএফ কর্পোরেট-এর কান্ট্রি ডিরেক্টর মোঃ সাহেদ ইকবাল রিফাত।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন উদ্যোক্তাকে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়। উদ্যোক্তাদের ভেরিফিকেশন তথ্য অনুযায়ী, কেউ বেকিং, কেউ অর্গানিক তেল উৎপাদন, অর্গানিক চাষাবাদ ও এগ্রো ফার্ম নিয়ে কাজ করছেন। এছাড়াও কয়েকজন প্রসাধনী ও জুয়েলারি সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

বিএন্ডএফ কর্পোরেট বিশ্বাস করে, এই বিনিয়োগ স্থানীয় উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং সীতাকুণ্ডের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ