সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ৭ প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মামলা দায়ের

মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলায় বিভিন্ন অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী অটোরিকশার গ্যারেজ ও হোটেলসহ প্রায় সাত ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন বিদ্যুৎ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

উপজেলায় বিদ্যুৎ চুরি রোধ এবং সিস্টেম লস কমাতে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত এক বিশেষ অভিযান পরিচালনা করে এ অবৈধ সংযোগ বিছিন্ন করা হয়।

বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের পরিচালিত এই অভিযানে বসতবাড়ি, দোকান, মার্কেট এবং অটোরিক্সা গ্যারেজেসহ অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের সনাক্তের পর মামলা দায়ের করা হয়। বিচ্ছিন্ন করা হয় অবৈধ বিদ্যুৎ সংযোগও।

এই বিশেষ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ আদালত চট্টগ্রাম (উত্তর) এর ম্যাজিস্ট্রট মোহাম্মদ আবুল মনছুর।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী এখলাছ উদ্দিন আহম্মেদ এবং মোঃ ইমতিয়াজ উদ্দিন খানসহ বিদ্যুৎ বিতরণ বিভাগের কারিগরী দল। অভিযানে ৭টি অবৈধ বিদ্যুৎ ব্যবহার সনাক্ত ও মামলা দায়ের করা হয়।

অভিযানে উপজেলার বাঁশবাড়ীয়া এলাকায় মাইলের মাথা, আলাম পুকুর পাড়, দোয়াজীপাড়া, দক্ষিণ রহমত নগর এবং মধ্যম মহাদেবপুর সীতাকুণ্ড পৌরসভা এলাকায় বসতবাড়ীতে ৫টি, দোকানে ১টি এবং অটোরিক্সা গ্যারেজে ১টি অবৈধ সংযোগ সনাক্ত করা হয়।

বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার শূন্যের কোটায় নামাতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমন বিশেষ অভিযান অব্যহত থাকবে। বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ এটা কেউ চুরি বা অপচয় করতে পারবে না।

বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী এখলাছ উদ্দিন আহম্মেদ বলেন, অটোরিক্সা গ্যারেজে বিদ্যুতের চুরি রোধ করতে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর। এ অভিযান অব্যহত থাকবে।

সহকারী প্রকৌশলী মোঃ ইমতিয়াজ উদ্দিন খান বলেন, অটোরিক্সা গ্যারেজ, হোটেল ও বসতবাড়িতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ মিলে। যাহার ফলে বিদ্যুৎ আইন-২০১৮ এর ৩২(১), ৩৩ এবং ৩৮ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ