
মো. রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম সীতাকুণ্ডের প্রাণ কেন্দ্রে অবস্থিত সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে স্বৈরাচারী ছাত্রলীগ কর্মী একরামুল হক সিফাতকে সাধারণ সম্পাদক ঘোষণা করায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ছাত্রদল নেতারা।
বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিভিন্ন আন্দোলন, দলের কর্মসূচি, মিছিল-মিটিংয়ে অংশ নিয়ে অনেক নেতাকর্মী হামলা-মামলার শিকার হলেও তাদের অবমূল্যায়ন করে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মীকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। বক্তারা বলেন, সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক সিফাত অবৈধ এমপি এসএম আল মামুনের পরিবারের ঘনিষ্ঠ এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনের পরিবারের সঙ্গে তার অসংখ্য ছবি ইতি মধ্যে প্রকাশিত হয়।
বক্তারা স্পষ্টভাবে ঘোষণা দেন, আমরা ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে মানি না, মানবো না। অবিলম্বে তাকে কমিটি থেকে বাদ দিতে হবে এবং ত্যাগী ছাত্রদল নেতাদের মধ্যে কাউকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা নীরব মাহমুদ, মো. রাতুল, মো. ফারদিন, আরাফাত, নাঈম, নাফিজসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।