বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সীতাকুণ্ড প্রেসক্লাবের নতুন সভাপতি আবু, সম্পাদক কাইয়ূম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক এস এম ফোরকান আবু সভাপতি ও দৈনিক আমাদের সময় সীতাকুণ্ড প্রতিনিধি আব্দুল্লাহ আল কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকালে সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ্য সীতাকুণ্ড প্রেসক্লাবের নিজস্ব ভবনের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়ছে। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে খাইরুল ইসলাম (দৈনিক জাতীয় অর্থনীতি) ও মো: নজরুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত)।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ফারুক (দৈনিক মানবজমিন), অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সবুজ শর্মা শাকিল (আজকের পত্রিকা), ক্রিড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মো: সালাউদ্দিন (দৈনিক যায় যায় দিন), অফিস পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক নির্বচিত হয়েছেন মো: আবুল খায়ের (দৈনিক সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী (দৈনিক আলোকিত সকাল)। পদাধিকারবলে নির্বাহী সদস্য হিসেবে থাকবেন সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। গত কাল

সকাল ১০ টা থেকে উৎসবমুখর পরিবেশে বিকাল ১ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন এভোকেট, সাংবাদিক মো: নাছির উদ্দিন, নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে মো: দেলোয়ার হোসাইন খান ও বাবুল ভূইয়া বাবলা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোঃ মাসুদ আলম সাগর, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আজকের বসুন্ধরা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন এমএম ইউসুফ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ও বিভাগীয় কমিটির পক্ষ থেকে সীতাকুণ্ড প্রেসক্লাব এর নবনির্বাচিত সভাপতি সহ-সভাপতি সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করেন ।উপাদান সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুজিবর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির সদস্য কাউন্সিলর মো: শামসুল আলম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আহ্বায়ক ডা: কমল কদর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব কাজী মো: মহিউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মো: মীজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলার সাবেক আমীর তহীদুল হক চৌধুরী, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আনোয়ার, সীতাকুণ্ড উপজেলার জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, সীতাকুণ্ড উপজেলার পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ নিজামী প্রমুখ।

নির্বাচিত সভাপতি এস এম ফোরকান আবু বলেন, আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করচেন। আমি সীতাকুণ্ডে প্রেসক্লাবকে একটা মডেল প্রেসক্লাব হিসেবে গড়ে তুলবো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ