শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীমান্তে গুলিতে আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলা সীমান্তে গুলিতে আহত বাংলাদেশি এক যুবককে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

শুক্রবার মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২ নম্বর পিলার এলাকার ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. শাকিল আলম।

আহত হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের প্রয়াত শাহাবুদ্দিনের ছেলে।

আদিতমারী থানার ওসি আলী আকবার বলেন, ভারতের অভ্যন্তরে বাংলাদেশি একজন বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। ওই ব্যক্তি ভারতের একটি ইট ভাটায় কাজ করে বাড়িতে ফিরছিলেন। এর বাইরে তার বিষয়ে কোনো তথ্য জানা নেই।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, হেলালুজ্জামান মাঝে মধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারত যেতেন। কয়েক মাস কাজ করে আবার দেশে ফেরেন। বর্তমানে ঘনকুয়াশার কারণে কাজ বন্ধ থাকায় শুক্রবার রাতে দেশে ফিরছিলেন তিনি। এ সময় বিএসএফের মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলালুজ্জামান। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের দিনহাটা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছি।

তবে স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে যান হেলালুজ্জামানসহ কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সেইসঙ্গে আহত ব্যক্তিকে ফেরত চাওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ