সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকে চমক দেখাতে চান আলী আকবর চৌধুরী

সুনামগঞ্জ প্রতিনিধি: ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। রাজনীতির মাঠে পা রেখেছিলেন ছাত্রদলের কর্মী হিসেবে। এরপর বিএনপি।

বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে যুক্তরাজ্য বিএনপিতে সক্রিয় আছেন।ভাটির অঞ্চল দিরাইয়ের কৃতিসন্তান আলী আকবর চৌধুরী এবার নির্বাচন করতে চান সুনামগঞ্জ-২ আসন থেকে।

এর আগে তিনি আসনটি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। পরে দলীয় সিদ্ধান্ত মেনে তিনি কাজ করেন জোটপ্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে। তবে এবার পরিবর্তীত পরিস্থিতিতে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী আলী আকবর চৌধুরী। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকায় এলাকার মানুষও চাচ্ছেন তার হাতেই যেন শোভা পায় ধানের শীষ প্রতীক।

সূত্র জানায়, ১৯৯৬ সালে ছাত্রদলের হাত ধরে রাজনীতিতে নাম লেখান আলী আকবর চৌধুরী। জেলা ছাত্রদলের বিভিন্ন পদে নেতৃত্ব দিয়ে তিনি দিরাইয়ে রাজনীতির ছাত্রদলের শক্তি বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দিরাই উপজেলা ছাত্রদলে নিজের ত্যাগ ও সততার পরীক্ষায় উন্নিত হয়ে তিনি স্থান করে নেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলে । উপজেলা থেকে উঠে আসেন জেলার রাজনীতিতে। পরবর্তীতে সুনামগঞ্জ জেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য হোন তিনি।

জানা যায়, ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে তিনি মাঠে প্রচারণায় নামেন। তরুণ ছাত্রদলকর্মী হিসেবে তিনি ওইসময় স্থানীয় ও জেলার নেতাদের নজর কাড়েন। ২০১৫ সালে উন্নত জীবনের প্রত্যাশায় তিনি যুক্তরাজ্যে পাড়ি জমালেও রাজনীতির মাঠ থেকে বিদায় নেননি। যুক্ত হন সেখানকার বিএনপির রাজনীতিতে। নিউক্যাসল (Newcastle) এর বাসিন্দা হিসেবে তিনি সেখানে বিএনপি নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব কাঁধে তুলে নেন। নিউক্যাসল (Newcastle) বিএনপির প্রতিষ্ঠাতা থেকে গুরুদায়িত্ব পালন করেন তিনি।

দলের প্রতি বিশ্বস্ততা ও দুঃসময়ে কঠিন পরিস্থিতি মোকাবেলার পুরস্কার হিসেবে তিনি যুক্তরাজ্য বিএনপির সভা, সমাবেশে সবসময় যোগ দিয়ে নিজ দায়িত্ব পালন করছেন।

এলাকাবাসী জানান, দিরাই-শাল্লার মানুষের কাছে আলী আকবর চৌধুরী কেবলমাত্র একজন রাজনীতিবীদ হিসেবে পরিচিত নন। একজন সমাজকর্মী ও মানবিক মানুষ হিসেবে পরিচিত। করোনা ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দিরাই-শাল্লার অসহায় মানুষের কাছে তিনি ত্রাতা হিসেবে ভূমিকা রেখেছেন। কখনো নিজ উদ্যোগে আবার কখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের পাশে দাঁড়িয়েছেন।

স্থানীয় বিএনপির নেতারা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় যখন অনেক নেতা হামলা-মামলা ও গ্রেফতারের ভয়ে দেশে ফেরেননি। তখন বারবার সাহসী ভূমিকা রেখেছেন আলী আকবর । তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীদের সাথে সব সময় যোগাযোগ করেছেন এবং আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে যুক্তরাজ্য থেকে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফ্যাসিস্ট সরকার পতনে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে দলীয় নেতাকর্মীরা জড়িয়েছেন অসংখ্য মামলায়। আলী আকবর চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছে অসীম সাহস আর মনোবল নিয়ে। বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। সাহস যুগিয়েছেন কারান্তরিণ নেতাকর্মী ও তাদের পরিবারকে।

উল্লেখ্য, আলী আকবর চৌধুরী দেশে থাকাকালীন অনেক হামলা মামলার শিকার হয়ে জেলে গিয়েছিলেন একাধিকবার। জেলে থাকাকালীন থাকে ১১ দিনের রিমান্ডও দেওয়া হয়। শেষ পর্যন্ত থাকে ক্রসফায়ারের নির্দেশ দেয় ফ্যাসিস্ট সরকার।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সরব ছিলেন আলী আকবর চৌধুরী।

দিরাই পৌরশহরের সুজানগর গ্রামের মোঃ হ্বাজী আরিম উল্লা চৌধুরী ও জফুরা খাতুন চৌধুরীর সন্তান আলী আকবর চৌধুরী রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও। আলী আকবর চৌধুরী তিন পুত্র সন্তানের গর্বিত জনক।

রাজনৈতিক পরিবারের সন্তান আলী আকবর চৌধুরী নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে বলেন, শৈশব থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শে উদ্ধুদ্ধ। রাজনীতির বিভিন্ন বাঁক পেরিয়ে এখন তিনি যুক্তরাজ্য বিএনপিতে সক্রিয় ভূমিকা রাখছেন। রাজনীতির সুবাদে তিনি দিরাই-শাল্লার মানুষের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছেন। তাদের সুখে-দুঃখে পাশে থাকায় দুই উপজেলার মানুষ তাকে আপন করে নিয়েছে। অবহেলিত দিরাই-শাল্লাবাসী এবার চাইছে তাদের প্রকৃত দরদী একজন নেতাকে শহীদ জিয়ার হাতে গড়া দলের প্রার্থী হিসেবে। সাধারণ মানুষের আগ্রহ ও দলীয় নেতাকর্মীদের উৎসাহে তিনি বিএনপির মনোনয়ন চাইছেন। দল তার প্রতি আস্থা রাখলে সুনামগঞ্জ-২ আসনটি তিনি বিএনপি চেয়ারপার্সন মাদার অফ ডেমোক্রেসি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ