সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সুন্দরগঞ্জে কেজি স্কুলের উদ্যোগে মরহুম ইব্রাহিম আলীর কবর জিয়ারত

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিকের পিতা মরহুম ইব্রাহিম আলী’র রুহের মাগফিরাত কামনায় স্থানীয় কেজি স্কুলের উদ্যোগে কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পারিবারিক গোরস্থানে মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করে শোভাগঞ্জ আদর্শ শিশু একাডেমি (কেজি)। এতে দোয়া পাঠ করেন শোভাগঞ্জবাজার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আমিনুল ইসলাম।
এসময় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী, প্রতিষ্ঠানটির পরিচালক ও সহকারি অধ্যাপক আতাউর রহমান, অধ্যক্ষ আব্দুর রউফ মিয়া।এছাড়া, সকল শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের বিভিন্ন পর্যায়ের সদস্য, মরহুমের পরিবারবর্গ, পাড়া-পড়শি ও পথচরীগণসহ আরো অনেকেই অংশগ্রহণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টায় সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের পিতা ইব্রাহিম আলীর দাফনে অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা পূর্বক গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমে কর্মরত প্রতিনিধি, সাবেক ও বর্তমানের জন-প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ-জন।

উল্লেখ্য, বুধবার বিকাল ৫টায় রংপুর শহরে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের পিতা ইব্রাহিম আলী ওরফে ফয়জার রহমান (৮৯)।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *