শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরগঞ্জে গরুর হাট ভেঙে দিল পুলিশ, সংঘর্ষ নিয়ন্ত্রণে গুলি

নুরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মজুমদার গরুর হাট বসান স্থানীয় ইজারাদার মো. ওবায়দুল হোসেন। প্রায় সকাল থেকে দূর-দূরান্ত থেকে নানা যানবাহনে গরু-ছাগল আসা শুরু করে।

ক্রয়-বিক্রয়ের শুরু হলে দুপুর থেকে থানা পুলিশ এ হাটে অবস্থান নেন। হাটের কোনো অনুমতি নেই বলে হাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভেঙে দিতে বলেন।

বিষয়টি আমলে না নেয়ার এক পর্যায়ে পুলিশ হাট ভাঙার প্রস্তুতি নিলে জনতার রোষানলে পড়েন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ সময় পুলিশ ৩ রাউন্ড গুলি ছুঁড়েন।

এ ঘটনায় অনেক ক্রয়-বিক্রয়কৃত গরু ছাগল, টাকা পয়সা হাঁড়িয়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন।

এ ব্যাপারে এলাবাসী ও হাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, আমরা সুন্দরগঞ্জ উপজেলার ইউএনওকে অবহিত করেছি, থানা পুলিশ রহস্যজনক কারণে হাট ভাঙতে মরিয়া। যদি প্রথমে হাট বসাতে না দিতো তাহলে এ ঘটনা ঘটতো না। ঘটনার কিছুক্ষণ পর সুন্দরগঞ্জ ইউএনও এবং ওসি পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ রির্পোট লেখা অবধি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ