নুরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মজুমদার গরুর হাট বসান স্থানীয় ইজারাদার মো. ওবায়দুল হোসেন। প্রায় সকাল থেকে দূর-দূরান্ত থেকে নানা যানবাহনে গরু-ছাগল আসা শুরু করে।
ক্রয়-বিক্রয়ের শুরু হলে দুপুর থেকে থানা পুলিশ এ হাটে অবস্থান নেন। হাটের কোনো অনুমতি নেই বলে হাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভেঙে দিতে বলেন।
বিষয়টি আমলে না নেয়ার এক পর্যায়ে পুলিশ হাট ভাঙার প্রস্তুতি নিলে জনতার রোষানলে পড়েন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ সময় পুলিশ ৩ রাউন্ড গুলি ছুঁড়েন।
এ ঘটনায় অনেক ক্রয়-বিক্রয়কৃত গরু ছাগল, টাকা পয়সা হাঁড়িয়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন।
এ ব্যাপারে এলাবাসী ও হাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, আমরা সুন্দরগঞ্জ উপজেলার ইউএনওকে অবহিত করেছি, থানা পুলিশ রহস্যজনক কারণে হাট ভাঙতে মরিয়া। যদি প্রথমে হাট বসাতে না দিতো তাহলে এ ঘটনা ঘটতো না। ঘটনার কিছুক্ষণ পর সুন্দরগঞ্জ ইউএনও এবং ওসি পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ রির্পোট লেখা অবধি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।