
মোহাম্মদ মনির: ইসলামী সুখী সুন্দর সমাজ গঠনে মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা বিশ্বব্যাপী সম্প্রসারণে মুসলমানদের করণীয় শীর্ষক আলোচনা সভা সোমবার দুপুরে রাজধানীর লালমাটিয়ায় মসজিদ সমাজ বাংলাদেশ ভবনে অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক ছিলেন আরস সালাম উনিভারসিটি বিশু সোমালিয়া আফ্রিকার ভাইস চ্যান্সেলর ডক্টর শেখ আসিফ এস মিজান। তিনি বাংলাদেশে মসজিদ সমাজ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে তাগিদ প্রদান করেন।
তিনি উদাহরণ হিসেবে সোমালিয়ার মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ সংস্কারের প্রতি গুরুত্ব আরোপ করেন। মোকাদাসু বা সমগ্র সোমালিয়ায় ইভটিজিং, কিশোর গ্যাং, ছিনতাই, রাহাজানি দখল বাণিজ্য সমাজের সর্বস্তরের অপরাজনীতির প্রভাব থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশ মসজিদভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। মসজিদভিত্তিক সমাজ কিশোর বয়স থেকেই একজন ব্যক্তিকে সুনাগরিক এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ, দায়িত্ববোধ, পরিবারের প্রতি কর্তব্য ইত্যাদি শিক্ষাদান করে। আমি সোমালিয়ায় বিশ্ববিদ্যালয়ে আমার দ্বায়িত্ব পালনকালে মসজিদভিত্তিক সমাজ দেখে বিস্মিত।
প্রধান অতিথির বক্তৃতায় কলিমউল্লাহ বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে নতুন শিক্ষা কমিশন করে পুনর্গঠন করতে হবে। ২০১২ সাল থেকে বাংলাদেশের মুসলিম শিক্ষার প্রতি প্রতিবেশী রাষ্ট্রের ইসকন বাস্তবায়নের কৌশলগত পরিকল্পনা বইয়ের পাতায় প্রকাশ করেন আওয়ামী সরকারের দুই মন্ত্রী ডা: দিপু মনি ও নওফেল।
অনুষ্ঠানে আর বক্তৃতা করেন মওলানা নূরুল হক (আইম্মা পরিষদ), মুফতি আব্দুল্লাহ আল মামুন(বেফাক), শাহ নেওয়াজ কাজল (চেয়ারম্যান রিলায়েন্স গ্রুপ) কারী মো: হাবিবুল্লাহ বেলালী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ নওয়াব আলী ভূঁইয়া।