বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুপ্রিম কোর্ট এলাকায় ছাত্রদল-ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া, সাংবাদিকসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টে ছাত্রদল নেতাকর্মীরা একত্রিত হয়ে মাজার গেট দিয়ে মিছিল বের হলে সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে সুপ্রিম কোর্ট এলাকায় ছাত্রদল মিছিল বের করলে এ সংঘর্ষ বাঁধে। এসময় উভয়পক্ষের হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দেখা যায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

হামলায় সাংবাদিক ও ছাত্রলীগসহ ছাত্রদলের অন্তত দুইজন নেতা আহত হয়েছেন বলে গণমাধ্যমে উঠে এসেছে। তবে আহত নেতাদের মধ্যে একজনের নাম জানা গেছে। ওই নেতা হলেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। অন্য একজনের নাম এখনো জানা যায়নি।

হামলা চলাকালে দ্য ডেইলি ক্যাম্পাসের মাল্টিমিডিয়া সাংবাদিক আবির আহমেদকে মেরে তার ফোন কেড়ে নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে, লাইভ করার সময় এক সাংবাদিককে ‘বিএনপির পেইজ থেকে লাইভ করতেছে’ বলে উল্লেখ করে তাকে ধাওয়া করেন কেন্দ্রীয় ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল-আমিন রহমান।

তখন ওই সাংবাদিক দৌড়ে পুলিশের কাছে গেলে তাকে মারধর করার সুযোগ পাননি। ওই সাংবাদিক এখন পুলিশ হেফাজতে আছেন। বর্তমানে হাইকোর্ট এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, হাইকোর্টের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন।

এর আগে, সকাল থেকেই ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এ পরিস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়। ওই সময় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী ক্যাম্পাসসংলগ্ন হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়েছিল।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার আগে থেকেই বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে ছাত্রদলের প্রবেশ প্রতিহত করতে লাঠিসোঁটা, স্ট্যাম্প হাতে মহড়া দিচ্ছে। অনেককে বাইকে করে শোডাউন দিতে দেখা গেছে।

এ সময় তাদের ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। তারা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার, দোয়েল চত্বর, ভিসি চত্বর ও পলাশী, কেন্দ্রীয় শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থানে ছিল।

তবে ছাত্রদলকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ছাত্রলীগ। দলটির নেতাকর্মীরা ইতোমধ্যেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তারা ইতোমধ্যে পুরো ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিয়েছে।

সংঘর্ষে আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

গত ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি চেয়ারপারনকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। এর পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ওইদিনই সন্ধ্যায় টিএসসিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল কর্মসূচি দেওয়ার কথা জানালে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মহড়া দেয়।

ওই হামলার প্রতিবাদে ও জুয়েলের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরতে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন আহ্বান করে ছাত্রদল। সংবাদ সম্মেলনে আসার পথে ছাত্রদল-ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়ায় এতে দুপক্ষেরই নেতাকর্মী আহত হন।

যায়যায়কাল/২৬মে২০২২/কেএম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ