
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের সেতাবগঞ্জে সড়ক সংস্কারের কাজ পুনরায় শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
এবার কাজ শুরু হওয়ায় সেতাবগঞ্জবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনই এ সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করেন। রাস্তাটি ভাঙা থাকায় যাতায়াতে সমস্যা ছাড়াও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছিল। তবে নতুন করে সংস্কারকাজ শুরু হওয়ায় আশা করা যাচ্ছে খুব শিগগিরই এ ভোগান্তির অবসান হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সংস্কারকাজ শেষ করা হবে।