
খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের সেতাবগঞ্জের সুপরিচিত ব্যক্তি হাবিবুর রহমান হাবু (৪৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় হাসপাতাল রোডে একদল দুষ্কৃতিকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সেতাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এই নৃশংস হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে। হাবিবুর রহমান হাবুর দ্রুত সুস্থতার জন্য পরিবার ও স্বজনরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।