
খান মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নতুন করে আরও ১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, “বন্ধ চিনিকলগুলো চালুর চেষ্টা চলছে। এর মধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। আমরা টাস্কফোর্স গঠন করেছি, যেখানে আখচাষি প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আছেন। সেতাবগঞ্জ একটি সম্ভাবনাময় এলাকা। চিনিকলটি আবার চালুর পরিকল্পনা করছি।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “এখানকার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ভূমি দস্যুদের দমন করে চিনিকলের জমি উদ্ধার করা হবে। এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে।”
সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনের সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেতাবগঞ্জ চিনিকলটি ২০২০ সালে বন্ধ হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও মিলটি চালু করা সম্ভব হয়নি। এবার সরকারের সরাসরি উদ্যোগে মিলটি পুনরায় চালুর সম্ভাবনা জাগছে। চিনিকল চালু হলে আখচাষিদের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।