বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

যায়যায় কাল প্রতিবেদক : রাজধানীর টিকাটুলীতে অবস্থিত সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছেন সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার কলেজের সামনে তারা বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বিক্ষোভকারীরা অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণ, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজকে জিম্মি করে রাখাসহ অনেক অভিযোগ করেন।

এ সময় তার পদত্যাগের দাবিতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ফেসবুক পোস্ট, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করতেন তিনি। এছাড়াও স্বৈরতান্ত্রিক আচরণ, স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম ও দুর্নীতি, নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ বাণিজ্য এবং রাজনৈতিক প্রভাব খাটাতেন।

অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত কলেজের সকলে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা প্রদান করেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ