মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে বাড়ছে ছিনতাই, টাকার শোকে বৃদ্ধার মৃত্যু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী: ব্যাংক হতে ক্ষুদ্রঋণের ২৫ হাজার টাকা তুলে বের হতেই ছিনতাইয়ের শিকার হয়েছেন আশরাফ হোসেন (৬৪) নামে এক বৃদ্ধা। আর এ টাকা হারানোর শোকে হার্ট অ্যাটাক করে মারা যান তিনি।

সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে এ ঘটনা ঘটে। আশরাফ হোসেন সৈয়দপুরের কামারপুকুর এলাকার অসুরখাই গ্রামের বাসিন্দা।

সোমবার সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফইম উদ্দিন ছিনতাইয়ের শোকে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের অভিযোগ, সৈয়দপুর শহরে সম্প্রতি চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। শহীদ তুলসীরাম সড়কেই অন্তত পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিহতের ছেলে নাজমুল হোসেন বলেন, ইসলামী ব্যাংক থেকে ঋণের ২৫ হাজার টাকা নিয়ে আমার বাবা-মা ব্যাংক থেকে বের হন। ব্যাংকের মূল ফটকের কাছেই ছিনতাইকারী চক্রটি তাদের শাড়ি, লুঙ্গি দেয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে ভ্যানে করে পাশের একটি গলিতে নিয়ে যান। সেখানে ভ্যানের ভাড়া দেওয়ার কথা বলে কৌশলে ঋণের ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা। এ ঘটনায় তার বৃদ্ধ বাবা সেখানেই অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

সৈয়দপুর আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হুদা বলেন, হাসপাতালে নেওয়ার পথেই ওই ব্যক্তির মৃত্যু হয়। হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি তিনি জানান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফইম উদ্দিন বলেন, টাকা ছিনতাইয়ের শোকে বৃদ্ধের মৃত্যুর হয়েছে বলে জেনেছি। ব্যাংকসহ সড়কের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও ব্যাংক পাড়ায় নিরাপত্তা বাড়ানোর হচ্ছে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ