
মেহেদী হাসান, সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি: সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) বিকালে দেওটি বাজার সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯নং দেওটি ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শ্যামল উদ্দিন ।
সিরাজুল ইসলাম ও ৯নং দেওটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেওটি ইউনিয়নের তিন তিনবারের মত সফল চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, জেলা পরিষদের সাবেক সদস্য আবু সায়েম, সোনাইমুড়ী পৌরসভার যুবলীগের সহ সভাপতি খোরশেদ আলম, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাস্টার বেলাল হোসেন পাটোয়ারী, ও জসিম উদ্দিন,
দেওটি ২ নং ওয়ার্ড মেম্বার আনোওয়ার হোসেন বাবলু,
পৌরসভার ছাত্রলীগের সভাপতি ইউসুফ ফয়সাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী রিজভি আহমেদ, রাশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্দুল ওয়াহাব লিঠন, এমেরিকান প্রবাসী মোঃ শাহাদাত হোসেন মিম, দেওটি ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি পরিদ আলম কাদের প্রমুখ।