
ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নবীন প্রবীণ মিলন মেলায়, চল ফিরে চল ছেলে বেলায়” নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার থানার হাট উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে থানার হাট হাই স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আগামী ২৪ ডিসেম্বর ২০২২ পূর্ণ মিলনী উৎসব উপলক্ষে আয়োজক কমিটি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫নভেম্বর) বিকেলে থানার হাট হাই স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশন সভাপতি ডাক্তার লোকমান হোসেন স্বপনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মনির আহমদ স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুল প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী উপদেষ্টা আব্দুল কুদ্দুস,স্কুল কমিটির সদস্য আনোয়ার হোসেন, উপদেষ্টা কমিটির সদস্য ইসমাইল হোসেন, মাহবুবুর রহমান মহিন, আনোয়ারুল হক, মোহাম্মদ তাহের আলী, সানা উল্লাহ, মাস্টার রফিকুল , মাস্টার এএসএম সালা উদ্দিন বায়জিদ, নান্নু, জয়াগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিন।
আরো বক্তব্য রাখেন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ১নং সহ-সভাপতি ডাঃ রেজাউল করিম, সহ-সভাপতি মোস্তফা জামান মানিক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাগর, সহ-সম্পাদক কাইকিন মির্জা, মাসুদ, সদস্য ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিজানুর রহমান বাবু, হুমায়ূন কবির, সালে আহমেদ, জসিম উদ্দিন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সুমন, সমাজ কল্যাণ সম্পাদক হারুনুর রশিদ, ক্রেস্ট কমিটি আনোয়ার হোসেন ভূঁইয়া, ক্রেস্ট কমিটি সদস্য সচিব মাসুম বিল্লাহ, কার্যকরী কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, রফিকুল ইসলাম রকিব সহ থানার হাট হাই স্কুলে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।
বক্তারা বলেন থানার হাট হাই স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের বিভিন্ন উদ্যোগ গুলো তুলে ধরেন। থানার হাট অ্যালামনাই এ্যাসোসিয়েশনের মাধ্যমে থানার হাটে একটি কলেজ, হাসপাতাল, গরিব ও অসহায়দের উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথা বলেন। যে থানার হাট হাই স্কুলে একদিন পড়ালেখা করছে, সেও রেজিস্ট্রেশনের মাধ্যমে ৫০বৎসর উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। যে সব পরিবারের সদস্য সংখ্যা বেশি এবং আর্থিক সমস্যার কারনে অ্যালামনাই এ্যাসোসিয়েশনের রেজিঃ করতে বিব্রত বোধ করতেছেন, আপনাদেরকে আহ্বান করবো দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করুন টাকার জন্য চিন্তিত হবেন না।
অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নিম্মে লিংকে
http://www.thanarhathighschoolalumni.com রেজিঃ মাধ্যমে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান হয়েছে।