
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সংস্কৃতিসেবীদের মিলনমেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মিলনমেলা অনুষ্ঠিত হবে।
আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমান।