মো. জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): ভিসা, টিকেট সব কিছুই ঠিকঠাক ছিল। জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে বৃহস্পতিবার বাড়ি থেকে বিদায় নিয়ে বের হওয়ার কথা ছিল মহিনের। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে পৃথিবী থেকে একেবারেই বিদায় নিয়ে পরপারে পাড়ি জমানোর এক মর্মান্তিক ঘটনা ঘটেছে কুমিল্লার লাকসামে।
লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং গ্রামের মোখলেছুর রহমান ফরাজীর ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক মো. মহিন উদ্দিন (২৮) সোমবার সন্ধ্যা ৫ টার দিকে বিদ্যুৎস্পর্শে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্ল্যাহ জানান, মহিন উদ্দিন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। জীবিকার তাগিদে আগামী বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যাওয়ার কথা ছিল। বিদেশ যাওয়ার আগে পরিবারের জন্য রান্নাঘর মেরামতের কাজ করছিলেন। সোমবার সন্ধ্যায় রান্নাঘরে বিদ্যুৎ লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হলে পরিবারের সদস্যরা লাকসাম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নিহতের স্বজনরা জানান, ছোট ছোট দুই অবুঝ সন্তানের বাবা মহিন পরিবারের বড় ছেলে। আগামী বৃহস্পতিবার তার ফ্লাইট ছিল। এর আগে রান্নাঘর ঠিক করতে গিয়ে আজ মহিন একেবারেই চলে গেছে। মহিনের এমন মৃত্যুতে পরিবারের লোকজন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।