
এম. মেহেদুল খাঁন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্য ব্যুরো প্রধান: সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন রিয়াদের কিং সউদ মেডিকেল সিটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
বুধবার রাতে তাঁর রোগ মুক্তি কামনায় সানসিটি পলি ক্লিনিক অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, মোহনা টিভি সৌদি আরব প্রতিনিধি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ফকির আল আমিন এর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি সান সিটি মেডিকেল সেন্টার এর এম ডি আব্দুল্লাহ আল মামুন, প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি ছাদেক আহমাদ, প্রচার সম্পাদক ও এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, দপ্তর সম্পাদক ও বাংলা ৫২ নিউজ ডটকম টিভির সৌদি আরব প্রতিনিধি আরিফুল ইসলাম, সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব ধারা পত্রিকার প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএ টিভি মদিনা প্রতিনিধি আনিসুর রহমান পলাশ, সানসিটি পলি ক্লিনিকের ডিএমডি সাখাওয়াত হোসেন আরমান, এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আলী আহসান কিরন , গণমাধ্যম কর্মী মো. ইউসুফ খান, কবি শাহীনুরসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করলে ফারুক আহমেদ চাঁনকে রিয়াদের কিং সউদ মেডিকেল সিটি হসপিটাল ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তিনি হার্ট অ্যাটাক করেছে বলে নিশ্চিত করেন। এই নিয়ে তিনি দ্বিতীয় বার হার্ট অ্যাটাক করলেন। গত মঙ্গলবার ১২টায় তার হার্টে রিং বসানো হয়েছে। এখন তিনি অনেকটা সুস্থ আছেন বলে চিকিৎসক জানিয়েছেন।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামে প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন একজন গুণী মানুষ. দক্ষ সংগঠক। সৌদি আরবে সাংবাদিকতায় এবং রাজনৈতিক সামাজিক কাজে তার অবদান অতুলনীয়। আমরা তাঁর রোগমুক্তি কামনার জন্য সকলে এখানে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ তা’আলা যেন তাকে নেক হায়াত দান করেন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন সেই দোয়া করি আমিন।