এম. মেহেদুল খাঁন, মধ্যপ্রাচ্য ব্যুরো: ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার কৃতি সন্তান, সৌদি আরব প্রবাসী ও রিয়াদে বাঞ্ছারামপুর উপজেলা ও রিয়াদ বাংলাদেশী কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব মো. মোজাম্মেল হক এর মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের রাজধানী রিয়াদ (হারা) শহরে সোমবার রাত ৮টায় নবীনগর উপজেলা ও বাঞ্ছারামপুর উপজেলার প্রবাসীদের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রবাসী ব্রাহ্মণবাড়ীয়া জেলা কমিউনিটির সিনিয়র ও যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র ব্যক্তিত্ব আমিনুল ইসলাম খান স্বাধনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মামুনুর রশীদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. বকুল হোসাইন, ব্যবসায়ী আব্দুল মতিন মোল্লা। দোয়া মাহফিলের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন যুবনেতা মো. আলিনূর ইসলাম রনি। সোহরাব হোসেন, ইকবাল হোসেন, মো. রাকিব উদ্দিন, নাজমুল হক, সফিক খান, সোহেল মিয়া, হাবিবুর রহমান জলিলসহ সামাজিক ও রাজনৈতিক দলের অসংখ্য নেতৃবৃন্দের উপস্থিতিতে মোনাজাত পরিচালনা করেন প্রবাসী আশুগঞ্জ উপজেলার কৃতিসন্তান মুফতি মো. ফয়জুল্লা।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ মুসলিম উম্মাহ ও কবরবাসীর জন্য দোয়া করা হয়। সবার পরিবারের জন্যও দোয়া করা হয়। দোয়া মাহফিল তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
উল্লেখ্য, মো. মোজাম্মেল হক এর গর্ভধারিণী মা মরহুমা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর পশ্চিম পাড়া গ্রামের এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি সবসময় মানুষের কল্যানের জন্য কাজ করে গেছেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে ও আত্মীয়-স্বজন সহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।