
এস এম আক্কাস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জুলাই শহীদদের স্মরণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে রচনা, কুইজ, উপস্থিত বক্তৃতা, চিএাংকন প্রতিযোগিতা এবং সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় পৌর শহরের গেনদায়িনী উচ্চ বিদ্যালয়ে হলরুমে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শুরুতে জুলাই আন্দোলনে ও ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহেতদের আত্নার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের কমিশনার মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র -ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম।অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা স্কাউট কমিশনার মোঃ
সাজেদুল ইসলাম বলেন, স্কাউট সদস্যরা দেশ ও দেশের মানুষের জন্য আত্মাহুতি দিয়েছে। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য তাদের এই আত্মাহুতি। বিশ্ব স্কাউটসের ইতিহাসে এ নজির আর নেই। জুলাই আন্দোলন এর স্পিরিটকে সামনে রেখে নতুন প্রজন্মকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা আরও ভালোভাবে জুলাই গণঅভ্যুত্থান এর বিষয়গুলো বুঝতে পেরেছো। জুলাই আন্দোলনে স্কাউট ও সাধারণ ছাত্র—ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । জুলাই আন্দোলন কোন সাধারণ আন্দোলন ছিল না, এটা ছিল রাষ্ট্রীয় কাঠামোকে সংস্কার করার মধ্য দিয়ে গণতান্ত্রিক বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের আন্দোলন।
সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট কমিশানার মোঃ রেজাউল করিম স্কাউট সদস্যদের উদ্দেশে বলেন, ‘স্কাউটিং তোমার জীবনে একটা বড় দরজা খুলে দিয়েছে। এখন তোমার দায়িত্ব হলো অন্যের জন্য দরজা খুলে দেওয়া। অন্যের দরজা তোমাকে খুলতে হবে, যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসেছো তাই এই দায়িত্ব তোমাকে নিতে হবে আগামীর বাংলাদেশের। সারাদেশে যে স্কাউট সদস্যরা জীবন দিয়ে এই ইতিহাস সৃষ্টি করেছেন, তাদেরকে তিনি অভিনন্দন জানান।স্কাউটিংয়ের ব্যবহারিক দিক ও সৃজনশীলতা তাকে খুব আকর্ষণ করতো উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে নতুন কিছু করার সুযোগ থাকে। নতুন কিছু করার সুযোগের কারণে আনন্দ পেতাম। প্রতিযোগিতা করারও সুযোগ রয়েছে এখানে।’ বর্তমান স্কাউটিংয়ে পৃথিবীকে দেখার, অন্য দেশের মানুষকে চেনার এবং তাদের ভাষা জানার সুযোগ রাখতে হবে। বিশ্ব নাগরিকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ যেন থাকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি), জেলা কাব লিডার আইয়ুব আলী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা কোষাধ্যক্ষ মোঃ গোলজার হোসেন, যুগ্ম- সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ( পলাশ), সহকারী কমিশনার মোঃ আলমগীর হোসেন, স্কাউট লিডার মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা কাব লিডার মোঃ গোলাম রসূল, সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট), হাজী আহম্মাদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউট লিডার মোঃ জাহাঙ্গীর আলম, স্কাউটার নন্দীতা দাস, প্রমুখ,
এসময় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানাই, এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা আমাদের মেধার প্রতিভা ঘটাতে পেরেছি, এরকম প্রতিযোগিতা সামনে আমরা আরো চাই, প্রতিযোগীতার আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা।শিক্ষকেরা ও এই ধরনের মেধা সম্পন্ন প্রতিযোগিতার আয়োজনদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য ঃ হাই স্কুল পর্যায়ে চিএাংকনে প্রথম স্থান অধিকারী হাজী আহম্মাদ আলী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকারী ভিক্টোরিয়া হাই স্কুল, তৃতীয় স্থান অধিকারী, দত্ববাড়ী উচ্চ বিদ্যালয়।
প্রাথমিক বিদ্যালয়ের চিএাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান হেসেনপুর দক্ষিণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকারী রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকারী দিয়ারধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রচনা প্রতিযোগিতায় স্কাউট শাখায় প্রথম স্থান অধিকারী পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকারী গেনদায়িনী উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকারী ভিক্টোরিয়া হাই স্কুল। কাব স্কাউট শাখায় প্রথম স্থান অধিকারী কুড়িপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকারী হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় স্থান প্রাচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুইজ প্রতিযোগিতায় – কাব শাখায় প্রথম স্থান অধিকারী হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্কাউট শাখায় প্রথম ভিক্টোরিয়া হাই স্কুল, দ্বিতীয় দত্তবাড়ী উচ্চ বিদ্যালয়। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় কাব শাখায় প্রথম হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কাউট শাখায় প্রথম স্থান অধিকারী পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় সবুজ কানন স্কুল এন্ড কলেজ, তৃতীয় স্থান অধিকারী দত্ববাড়ী উচ্চ বিদ্যালয়।