
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) পিটিয়ে আহত করে কয়েকটি ওষুধ খাইয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা জানাজানি করলে তাকে ফের মারধর ও হত্যার হুমকি দেয় মুখোশধারীরা।
আজ শুক্রবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রী সাংবাদিকদের ঘটনাটি নিশ্চিত করেছে। বিদ্যালয়ে যাওয়া আসার পথে কয়েকজন বখাটে কিশোর প্রায়ই তাকে উত্যক্ত করত বলে জানিয়েছেন ভুক্তভোগীর বোন ও দাদি।
ওই ছাত্রী ও তার পরিবার জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে একা বাড়ি ফেরার পথে মুখোশধারী কয়েকজন ছেলে ওই ছাত্রীকে ঘেরাও করে। এ সময় মুখোশধারীরা তাকে জোর করে কয়েকটি ট্যাবলেট খাইয়ে দেয়। একপর্যায়ে তাকে ক্যাবল দিয়ে পায়ে এলোপাতাড়ি পেটায় ও পায়ে ইট দিয়ে আঘাত করে।
পরে মুখোশধারী একজনকে কামড়ে ভুক্তভোগী ঘটনাস্থল থেকে দৌঁড়ে বাড়িতে চলে যায়। বাড়ি ফিরে ওই ছাত্রী প্রায় অচেতন হয়ে পড়লে ক্লান্তি ভেবে পরিবারের লোকজন প্রথমে গুরুত্ব দেয়নি। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে রাত ৩টা ২০ মিনিটে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ছাত্রী জানায়, ওষুধগুলো জোরপূর্বক তাকে খাইয়ে দেওয়া হয়েছে। কালো কাপড়ে ছেলেগুলোর মুখ ঢাকা ছিল। সে কাউকে চিনতে পারেনি। তাকে ক্যাবল দিয়ে পিটিয়েছে। ইট দিয়েও আঘাত করেছে। বাড়িতে কাউকে বললে, হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে। এ সময় অচেনা কিছু ছেলে তাকে প্রায়ই উত্যক্ত করত বলেও জানায় ওই ছাত্রী।
ছাত্রীর দাদি জানান, প্রথমে মনে করেছিলাম স্কুল থেকে ফিরে ক্লান্ত হয়ে গেছে। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে তিশা বিস্তারিত ঘটনা জানায়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে আজাদ বলেন, মারধর করা হয় বলে ওই ছাত্রীকে ভর্তি করা হয়েছে। আমরা তাকে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, ঘটনাটি কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।