শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

স্ত্রীকে হত্যার ঘটনায় মাদারীপুরে ৩ সন্তান নিয়ে বাবা আটক

মো. রিপন হাওলাদার, মাদারীপুর: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্ত্রীকে খুন করে তিন সন্তানকে নিয়ে উধাও হওয়ার ১১ দিন পর ঘাতক স্বামী রুবেল লস্করকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব

বুধবার দুপুর দেড়টার দিকে মাদারীপুর জেলার সদর থানার ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৬ এপ্রিল টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার হানিফ মালের (৩৮) বসতবাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৭ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে র‌্যাব- এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ এপ্রিল থেকে নিহতের রুবেল লস্কর তার স্ত্রী ও তিন সন্তানদের নিয়ে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হানিফ মালের (৩৮) বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

পারিবারিক বিষয় নিয়ে রুবেল লস্করের সঙ্গে তার স্ত্রী মাহমুদা বেগমের (৩৮) সঙ্গে ঝগড়া-বিবাদ হয়। ৬ এপ্রিল সকাল ১০টার দিকে ঘাতক রুবেল তার স্ত্রী মাহমুদাকে খুন করে দুপুর সাড়ে ১২টার দিকে রুমের দরজার বাহির থেকে ছিটকিনি লাগিয়ে সন্তানদের নিয়ে উধাও হয়ে যান। পরে আশপাশের লোকজনদের সন্দেহ হলে বিষয়টি বাড়ির মালিকসহ স্থানীয়রা রুমের ছিটকিনি খুলে ভেতরে খাটের ওপর মাহমুদা বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়।

এ ঘটনায় নিহতের বাবা কারী গাউছ ঘরামী বাদী হয়ে রুবেল লস্করকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। ঘাতক রুবেল লস্কর মাদারীপুর জেলার লাজৈর থানার মহিষমারি এলাকার ফজল লস্করের ছেলে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে টঙ্গিবাড়ী থানায় আনা হচ্ছে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ