বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

স্ত্রীর স্বীকৃতির জন্য ইউপি সদস্যের বাড়িতে ২ সন্তানের মা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ৩নং ওয়াডের ইউপি সদস্য মো. সহিদুল ইসলামের বাড়িতে নাসরিন খাতুন স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করে । শুক্রবার সকাল ১০টায় উপজেলা রাউতারা গ্রামের বাচ্চু সরকারের মেয়ে নাসরিন খাতুন দুই সন্তানের জননী বিয়ের স্বীকৃতি পাওয়ার দাবিতে ইউপি সদস্য সহিদুল ইসলামের বাড়িতে গেলে তালা বদ্ধ থাকায় তার চাচা কালু মৃধার বাড়িতে অনশন করেন।

এ সময় এলাকাবাসীর জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে অসৌজন্যমূলক আচরণ করেন সহিদুল ইসলামের স্বজনরা। পক্ষান্তরে তাকে সেই ঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

বাচ্চু সরকারের মেয়ে নাসরিন খাতুন এর বাড়িতে গেলে তার ভাই বলেন , উপজেলার নরিনা ইউনিয়নে তার বোনের প্রথম বিয়ে হয় সেই ঘরে ৯ বছরের একটি মেয়ে ও ১৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে , গত সাত মাস আগে তাদের মধ্যে ডিভোর্স হয় এবং দুই মাস পূর্বে ইউপি সদস্য সহিদুল ইসলামের সাথে তার বোনের বিবাহ হয়।

এ বিষয়ে ইউপি সদস্য সহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন , তিনি তার প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে দুই মাস পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক তিনি নাসরিন খাতুনকে বিয়ে করেন , তার প্রথম স্ত্রীর ঘরে ৩ টি সন্তান রয়েছে ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *