মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাউফলের উন্নয়নে কাজ করে যাবো : রাশেদুল হাসান সুপ্ত

পটুয়াখালী প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের-১১২ পটুয়াখালী -২ (বাউফল) আওয়ামীলীগে এ পর্যন্ত বেশ কয়েক জন মনোনয়ন প্রত্যাশীদের নাম শোনা যাচ্ছে।

 এরা হলেন, বাউফল থেকে ৭ বার নির্বাচিত এমপি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল , বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, এভিয়ার গ্রপের চেয়ারম্যান বীর পুত্র হাসিব আলম তালুকদার, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবলীগের উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত,  মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এসএম ফিরোজ আলম।
উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাশীদের  মধ্যে আ.স.ম. ফিরোজ ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪,২০১৮ সালে বাউফল আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন মনোনয়নের ব্যাপারে তিনি অনেক টা আশাবাদী হলেও থেমে নেই কেউ। 

এদিকে যুবলীগ নেতা সুপ্ত নিজের প্রার্থিতা জানান দিয়ে বাউফলের সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। নিজের অবস্থান সুসংহত করতে প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগও চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, ইতোমধ্যেই সাধারণ মানুষের মাধ্যে ব্যাক্তিগত ইমেজ তৈরি করেছেন তিনি। দীর্ঘদিন ধরে প্রতিটি ইউনিয়নে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শিক্ষিত জনপদ বাউফলে সম্ভাব্য  প্রার্থীদের মধ্যে একজন শিক্ষিত ও সৎ প্রার্থী হিসেবে রাশেদুল হাসান সুপ্ত সাধারণ মানুষের আলোচনায় ফুটে উঠেছে। 

সুপ্ত বলেন আমি মুজিব আদর্শের সৈনিক জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পরবর্তী সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা হিসাবে দলের সাথে থেকে কাজ করেছি, বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি। ১/১১ জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনে রাজপথে সম্মুখ যোদ্ধা হিসাবে কাজ করছি।আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাউফলের উন্নয়নের কাজ করে যাবো ইনশাল্লাহ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ