শুক্রবার, ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে কাজ করতে হবে: গণপূর্তমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বলতে আমি বুঝি শোষণহীন, বৈষম্যহীন, দারিদ্রমুক্ত এবং স্বাবলম্বী বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে রাজউক অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোকতাদির চৌধুরী বলেন, রাজউক-এর বিষয়ে মানুষ নানান কথা বলে, অনেকেই অপতথ্য ছড়ায়। তবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, রাজউক-এ আমি কিছু কাজ করেছি, কখনও অতিরিক্ত টাকা লাগেনি। প্রকৃতপক্ষে, যারা অপতথ্য ছড়ায় তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে, দেশের প্রতি ভালবাসা থাকতে হবে। ভালবাসা মানে মানুষের কাজকে সম্মান দেখানো। যদি উপযুক্তভাবে নিজের দায়িত্ব পালন করতে পারেন, তাহলে কেউ ঠেকাতে পারবে না।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর যখন বঙ্গবন্ধু দেশের হাল ধরেন, তখন বাংলাদেশের রিজার্ভ ছিল শূন্য। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ শূন্য রিজার্ভ থেকে ঘুরে দাঁড়িয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান পরিস্থিতি থেকেও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আরও বলেন, অনেক বিষয়ে রাজউককে বোকা বানানোর চেষ্টা করবে কেউ কেউ। সেসব কাগজপত্র ভালো করে যাচাইবাছাই করবেন। আমি মনে করি, সবকিছু ঠিকঠাক থাকলে টেবিলে ফাইল ফেলে না রাখা-ই উচিত।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। কাজী ওয়াছি উদ্দিন বলেন, রাজউক-কে সঠিক কর্মপরিকল্পনার মাধ্যমে রাজধানীর উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।”

সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিঞা, বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন করা হচ্ছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে রাজউক-এর কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অবঃ) উক্ত অনুষ্ঠানে রাজউকের কর্মকান্ড সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দীন, সদস্য (পরিকল্পনা), রাজউক; মোহাম্মদ নূরুল ইসলাম, সদস্য (এস্টেট ও ভূমি), রাজউক; মোহাম্মদ আব্দুল আহাদ, এন ডি সি, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), রাজউক; উজ্জল মল্লিক প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন), রাজউক; আশরাফুল ইসলাম, প্রধান নগর পরিকল্পনাবিদ, রাজউক; মোস্তাক আহমেদ, প্রধান নগর স্থপতি, রাজউক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালকবৃন্দ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ