নিজস্ব প্রতিবেদক : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগরবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা-৬ আসনে দলীয় প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ সম্পন্নের পর স্মার্ট বাংলাদেশের একটি ভিশন তরুণ প্রজন্মের সামনে রেখেছেন। আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ এবং নগরবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চাই।”
মেয়র মোহাম্মদ হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় তিনি মেয়র মোহাম্মদ হানিফের জন্য ঢাকাবাসীসহ দেশের মানুষের কাছে দোয়া চান। কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার সময় মানবঢাল রচনা করে প্রিয় নেত্রী শেখ হাসিনার জীবন রক্ষা করেছিলেন আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ। তিনি এ দৃষ্টান্ত রেখে গেছেন, যাতে আমরা সব সময় নেত্রীর পাশে থাকতে পারি। আমরা সেই দৃষ্টান্ত অনুসরণ করব। আমরা নেত্রীর সঙ্গে থাকব, কারণ শেখ হাসিনা মানেই বাংলাদেশ; শেখ হাসিনা মানেই উন্নত, সমৃদ্ধ-নিরাপদ বাংলাদেশ।’
মোহাম্মদ হানিফের স্মৃতিচারণ করে সাঈদ খোকন বলেন, ‘আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ ঢাকার প্রথম নির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের পাঁচ বারের নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। কৈশোর বয়স থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু পর্যন্ত তাঁর সাথে ছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পরও তিনি ঢাকা শহর ও দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন, নগরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি যে আদর্শ রেখে গেছেন আমরা যেন সে আদর্শকে ধারণ করে এগিয়ে চলতে পারি।’
মেয়র মোহাম্মদ হানিফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথক বাণী দিয়েছেন।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নগরবাসীর কাছে নৌকায় ভোট চাই : সাঈদ খোকন
- যায়যায়কাল
- নভেম্বর ২৮, ২০২৩
- ৮:৫১ অপরাহ্ণ
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram