
মিয়া মো. সিজিল, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলের মিরপুর টু মহাশয় বাজারের রাস্তা সংস্কারের কাজ শেষের কয়েক ঘন্টার মধ্যেই সড়কের বেশ কয়েকটি জায়গায় পিচ ঢালাই (কার্পেটিং) উঠে গেছে।
একদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হয়েছে, অন্যদিকে রাস্তার বালুর উপরই বিটুমিন কার্পেটিং করা হয়েছে। ফলে কার্পেটিং উঠে যায়। রাস্তার এই কাজকে দুর্নীতির অংশ হিসেবেই বিবেচনা করছেন সচেতন মহল। এই অনিয়মের দায় এলজিইডি কর্তৃপক্ষও এড়াতে পারেন না।
এলজিইডি সূত্রে জানা গেছে, চলতি বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে প্রায় চার কিলোমিটার সড়কের সংস্কারের কাজটি দেয়া হয় ঠিকাদারী প্রতিষ্ঠানকে।
সড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বালুর উপর কার্পেটিং করায় যানবাহন চলাচলের সময় চাকার সঙ্গে অনেক জায়গার কার্পেটিং উঠে যায়। এ নিয়ে এলাকার মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো: মফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার কাজে অনিয়ম হচ্ছে এমন খবর পেয়ে কাজ বন্ধ করে দিয়েছি। পুনরায় কাজ করার জন্য ঠিকাদারকে বলেছি।