
সুমন আল-মামুন, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সপ্তসেতু স্পোটিং ক্লাবের আয়োজনে রামনগর ঈদগাহ সংলগ্ন ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় বলরামপুর নিউ গোল্ডেন ক্লাব, ও শ্রিপুর স্পোটিং ক্লাব খেলায় অংশগ্রহণ করে।
খেলার প্রথমার্ধে সমতা থাকলেও প্রথমার্ধের শেষ হওয়ার আগে ১-০ গোলে এগিয়ে যায় শ্রিপুর স্পোটিং ক্লাব, দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত বলরামপুর নিউ ক্লাব গোল্ডেনকে ২-০ গোলে হারিয়ে শ্রিপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার সাতব্রিজ-রামনগর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।
খেলায় বলরামপুর নিউ গোল্ডেন ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে শ্রিপুর স্পোর্টিং ক্লাব শিরোপাটি জিতে নেন।
উক্ত খেলায় প্রধান অ্যাডভোকেট এম এ মজিদ, সভাপতি, জেলা বিএনপি ঝিনাইদহ। এবং সভাপতিত্ব করেন মো. সাজেদুর রহমান রনি, সভাপতি, ২নং জোড়াদহ ইউনিয়ন বিএনপি।
এসময় বিশেষ অতিথি আবুল হাসান মাস্টার, সভাপতি, উপজেলা বিএনপি হরিণাকুণ্ডু। তাইজাল হোসেন, সাধারণ সম্পাদক , উপজেলা বিএনপি। আফাঙ্গীর বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঝিনাইদহ। সার্বিক তত্ত্বাবধানে মো. জিল্লুর রহমান।