
সুমন আল-মামুন, হরিণাকুণ্ডু(ঝিনাইদহ) : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সিপিএস অর্গানাইজেশনের উদ্যোগে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। দেশের জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে সংগঠনটি ঢাকাসহ মাগুরা, যশোর, সাতক্ষিরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ কার্যক্রম চলমান রেখেছে।
সংগঠনের স্মাট স্লোগান ‘আমারাও পারি সবুজ বাংলা গড়তে’- এ প্রতিপাদকে সামনে রেখে ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বনজউদ্ভিদসহ নানান রকমের ফল গাছের চারা বিতরণ করে। সংগঠন প্রথম ধাপে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে চারা বিতরণ কার্যক্রম শুরু করে। পরর্বতীতে ধুলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে হাতে হাতে চারা বিতারণ করে।
সংগঠনের সদস্য নাফিজুর রহমান অভি বলেন , ‘নিজ সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করেও যদি আমরা সবাই একটি করে গাছ রোপণ করি, তবে সবুজের সংখ্যা বৃদ্ধি পাবে। আর তাই এ সংগঠনের একটি লক্ষ্য হলো গাছ রোপণে মানুষকে উৎসাহিত করা।’
সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মামুনুর রশীদ জানান, বাংলাদেশে ২৫ শতাংশ বনভূমি স্থায়ীকরণ এবং সবুজ বাংলাদেশ গড়তে ২০২৪ সাল থেকে আমাদের সমাজকল্যাণ সাংগঠন স্বেচ্ছাশ্রমে বনায়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে গাছের কোনো বিকল্প নেই। তাই সকলকে বেশি বেশি গাছ রোপণের জন্যও অনুরোধ করেন।
ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালাম আহাম্মদে বলেন, সিপিএস অর্গানাইজেশন সংগঠনকে ধন্যবাদ জানাই যে, তারা দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে যে ভূমিকা রাখছে। গাছ লাগানো জন্য ছাত্রছাত্রীদের মাঝে চারা বিতরণ করে তাদের উদ্বুদ্ধ করছে। আশা করছি সিপিএস অর্গানাইজেশন ৎসংগঠন শুধুমাত্র নিজ এলাকা নয়, পুরো দেশের জন্য কাজ করবে। পরিবেশ ও জলবায়ু পরির্বতনে ক্ষতির হাত থেকে বড় ভূমিকা রাখবে।