আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে দিয়াবাড়ি গ্রামবাসীর উদ্যোগে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় দিয়াবাড়ি গ্রামে বিবাহিত বনাম অবিবাহিত দুই দলের খেলা অনুষ্ঠিত হয়। হাডুডু খেলা দেখতে দুর-দুরান্ত থেকে মা,বোন,বয়স্ক মুরব্বীরা আসেন খেলা দেখতে। দূর-দূরান্ত থেকে খেলা দেখতে আসা সবাই কিছুক্ষণের জন্য আনন্দ উপভোগ করতে পেরে খুশি সবাই। উক্ত খেলায় তিন পয়েন্টে বিবাহিত দল জয়লাভ করে। খেলা উদ্বোধন করেন, দিয়াবাড়ি গ্রাম্য মাতবার আলাল উদ্দিন মোল্লা।
আরও উপস্থিত ও খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, আরশেদ মাতবার, নফেজদ্দিন মাতবার, প্রাণ কৃষ্ণ নিয়োগী, কবির মেম্বর, বিল্টু খন্দকার, আজাহার মোল্লা, সুমন মোল্লা প্রমুখ। হাডুডু খেলায় রেফারির দায়িত্ব পালন করেন তিলামদ্দিন, সাইড রেফারির দায়িত্ব পালন করেন আলাল উদ্দিন বেপারি।