সুমন আল-মামুন, হরিণাকুণ্ডু(ঝিনাইদহ): ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যুবদলের যুগ্ম আহবায়ক হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সেক্রেটারি নাজমুল হুদা রিপনের উপর সন্ত্রাসী হামলা ও বিচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার বিকাল ৪টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে উপজেলা দোয়েল চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
গত বুধবার উপজেলার বিভিন্ন পূজা মন্ডম পরির্দশন শেষে বাসায় ফেরার পথে অজ্ঞাত কয়েকজন ব্যাক্তি এসে কোন কথা বার্তা ছাড়ায় এলো পাতারি আঘাত করতে থাকে এবং তাদের কাছে থাকা রড এবং হাতুরি দিয়ে মুখ সহ শরিরের বিভিন্ন অংশে আঘাত করে। মাথার অগ্রভাগসহ চয়োলে আঘাত পেলে ঘটনা স্থানে জ্ঞান হারিয়ে যায়।
এসময় নাজমুল হুদা রিপনন জানান, আমার মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। আমি সহ যখন জেলার নেতাকর্মী অ্যাডভোকেট মজিদের সাথে উপজেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন শেষ করে বাড়িতে রওয়ানা দিই। হঠাৎ পথের মাঝে পথ আটকিয়ে আমাকে রড দিয়ে আঘাত করে।
তিনি বলেন, আমি আঘাত পেয়ে মাটিতে পড়ে আত্মচিৎকার করতে থাকি। চিৎকার শুনে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু হাসপাতালে ভর্তি করে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি, জিন্নাতুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন, বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল আহবায়ক, আব্দুস সামাদ,সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব মো. হেকমত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময়ে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, ইতিমধ্যে ঘটনা জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।