
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও গ্রামের এক বছর বয়সী একটি শিশু হাইড্রোসেফালাস (মস্তিষ্কে অতিরিক্ত পানি জমা) রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে।
শিশুটির পিতা আবুল কালাম পেশায় একজন সিকিউরিটি গার্ড। মাসে অল্প আয়ে কোনোভাবে সংসার চালালেও সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা এখন তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
পরিবারের স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধনতালা গ্রামে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন ও উন্নত চিকিৎসা না হলে শিশুটির জীবন বাঁচানো সম্ভব নয়। কিন্তু চিকিৎসার ব্যয় বিপুল হওয়ায় পরিবারটি এখন অসহায়।
অসহায় এই পরিবারের মা–বাবা দেশ ও বিদেশের সকল দয়ালু মানুষের কাছে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন। শিশুটির জীবন বাঁচাতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
শিশুটির পিতা আবুল কালাম বলেন, “আমি একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করি। মাসে যা পাই তা দিয়ে সংসারই চলে না। আমার ছেলেকে বাঁচাতে যা কিছু করা লাগে করতে চাই, কিন্তু চিকিৎসার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে। মানুষের সাহায্য ছাড়া আমার কিছুই করার নেই।”
সাহায্য পাঠানোর ঠিকানা:
স্থায়ী ঠিকানা: ধনতালা, সেতাবগঞ্জ, দিনাজপুর
বর্তমান ঠিকানা: গুয়াগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
সাহায্য পাঠানোর বিকাশ/নগদ নম্বর: ০১৭৯৭৮৭২৭৫৫ (এই নম্বরটি বোচাগঞ্জ উপজেলা এনসিপি নেতা তাফসির রহমানের, যিনি শিশুটির চিকিৎসা সহযোগিতা কার্যক্রমের দায়িত্বে রয়েছেন)