খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় থানায় দায়েরকৃত দুই শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মো. আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১১টার দিকে হাকিমপুরের নিজ গ্রাম থেকে তাকে আটক করে হাকিমপুর পুলিশ। তাকে সোমবার দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আবু সুফিয়ান হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
আবু সুফিয়ান আলিহাট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় দুজন শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামি শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রবিবার দিবাগত রাত ১১টার দিকে আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার দেখিয়ে সোমবার দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।