
কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার মোল্লা বাজারে জাতীয়তাবাদী বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বোয়াদাড় ইউনিয়ন শাখার ৬ নং ওর্যাড বিএনপির আয়োজনে সোমবার সন্ধ্যায় কলন্দপুর ডি এস দাখিল মাদ্রাসা মাঠে ওয়ার্ড বিএনপির সভাপতি মাজেদুর রহমান সভাপতিত্ব কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা সিনিয়ার সহ সভাপতি শাহিন মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা সহ-সভাপতি এরফান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক জুয়েল ইসলাম, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেফতাউল জান্তাত, সংগঠনি সম্পাদক কামরুজামান শুভ সহ অনেকে ছিলেন।
কর্মী সম্মেলনের বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ১৬ বছর আওয়ামী লীগ সরকার একনায়কতান্ত্রিক দেশ শাসন করে গেছে। ২০৪১ সালের আগে কোনো কথা হবে না। আজ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটা কথায় তাকে দেশ ছেড়ে রাজাকারের মতন পালিয়ে যেতে হয়েছে।