বৃহস্পতিবার, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাজরাকাটি ব্লাড ব্যাংকের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): ” রক্ত দিন, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও রক্তদানে উৎসাহিত করা ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালায় হাজরাকাটি ব্লাড ব্যাংকের উদ্যোগে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খেজুরবুনিয়া জে.এন.এ. পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মেডিকেল ক্যাম্পেইন ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ করেন ডাঃ মোঃ সাইদুর রহমান, চেম্বার অফ বাংলাদেশ, ডক্টর ফাউন্ডেশন, এসিস্ট্যান্ট সার্জন তালা সার্জিক্যাল ক্লিনিক। বিধান চন্দ্র রায়, গ্রাম্য চিকিৎসক পঞ্চা ঘোষ, মশিউর রহমান, অর্জুন বিশ্বাস, আনোয়ার হোসেন, মুন্নি খাতুন,। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য বাইজিদ হুসাইন, হাকিম হুজুর, সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পারবেন এবং উপস্থিত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানটি আয়োজন করেন হাজারাকাটি ব্লাড ব্যাংক, তালা, সাতক্ষীরা, সার্বিক সহযোগিতা করেন তালা সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। অনুষ্ঠানে ব্লাড ব্যাংকের পক্ষে থেকে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা, জহর হাসান সাগর, শিহাব মোড়ল, হাজরাকাটি ব্লাড ব্যাংকের সভাপতি হাফিজুর রহমান, রানা সরদার (সাধারণ সম্পাদক), হাবিবুল্লাহ মোড়ল (সহঃ সভাপতি), তুষার চক্রবর্তী (যুগ্ম সাধাঃ সম্পাদক), শাহরিয়ার মোড়ল, সাইফুল্লাহ সরদার, বিল্লাল হোসেন, আলী হাসান মুজাহিদ, হুসাইন মোড়ল, ইব্রাহিম সরদার, বোরহান সরদার, রাশেদ খান, প্রমুখ।

রক্তদানের গুরুত্ব তুলে ধরে হাজরাকাটি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর জানান, “এক ব্যাগ রক্ত একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে। তিনি আরো জানান আজকে আমাদের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন তালা সার্জিক্যাল ক্লিনিক এর পরিচালক বিধান চন্দ্র রায়। আমাদের কার্যক্রম এভাবে চলমান থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ