বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাজার হাজার মানুষকে হত্যা করেছেন শেখ হাসিনা: যুবদল নেতা চন্দন

এস রহমান সজীব, জয়পুরহাট : আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের খুন, গুম এবং শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা ছাত্রদের নির্মমভাবে হত্যা ও গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা যুবদল।

বুধবার বিকেলে শহরের বাজলা স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবুল কাশেম ময়দানে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল প্রধান, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি, রেজভী আহমেদ,সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সদস্য রেজাহাত হোসেন রনি, মহিদুল ইসলাম রাজিব,জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী,সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন, জয়পুরহাট শহর ছাত্রদল সদস্য সচিব হাসানুল বান্না হাসান প্রমুখ।

বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, বিগত সাড়ে ১৫ বছরে হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে খুন, গুম, জখম করা হয়েছে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম-ওলামা, নিরীহ মাদরাসা ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা, মরদেহ গুম করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও হাজারের বেশি শিশু, ছাত্র, যুবককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৫ বছরে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সকল হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা। তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন। এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই থাকুক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ