বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

হাজিরপাড়া চরমোহাম্মদপুরে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া চরমোহাম্মদপুর ইসলামিক সেন্টারের উদ্যোগে ৫ম তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ইসলামিক সেন্টার কাজির দিঘীরপাড় ঈদগাহ ময়দান এই মাহফিলের আয়োজন করা হয়।

তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্বে করেন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, হাফেজ মাঈন উদ্দিন জামে মসজিদের সভাপতি ও হাজিরপাড়া চরমোহাম্মদপুর ইসলামিক সেন্টার সহ-সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন।

তাফসির করেন, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ হযরত মাওলানা ইসমাইল হোসেন, খলিফার হাট হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নাজমুল ইসলাম শামীম, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ইব্রাহীম খলীল, হাজিরপাড়া মোহাম্মদিয়া (সাঃ) দাখিল মাদ্রাসার সুপার ও হাজিরপাড়া বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা নূরুল আমিন, রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার প্রভাষক ও চরমোহাম্মদপুর বড় বাড়ী জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন, পাঁচবাড়ি জামে মসজিদ সাবেক খতিব, হযরত মাওলানা শিহাব উদ্দিন, চরমোহাম্মদপুর হাফেজ মাঈন উদ্দিন জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আল-মামুন, কাজীর দিঘীরপাড় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আক্তার হোসেন, পাঁচবাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা জাকির হোসেন প্রমুখ।

তাফসিরুল কুরআন মাহফিলে সার্বিক সহযোগিতায় চরমোহাম্মদপুর পাঁচ সমাজের ঈমাম মুয়াজ্জিন ও মুসল্লিগণ। মাহফিল শেষে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার সকাল ৮টা মহিলা মাহফিলে তাফসির করেন খলিফার হাট হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা নাজমুল ইসলাম, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ইব্রাহীম খলীল।

প্রতিষ্ঠানটিতে নূরানী প্লে থেকে তৃতীয়, ইবতেদায়ী ৪র্থ থেকে দাখিল ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।

মাহফিলের আয়োজকরা জানান, দেশে অনেক যুবক গান-বাজনা এবং বিভিন্ন অশ্লীলতার আয়োজন করে থাকে। তবে আমরা এলাকাবাসীর সহযোগিতায় প্রতিবছর এই তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের মাধ্যমে মানুষের ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এই মহৎ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং ধর্মীয় জ্ঞানচর্চায় আগ্রহ বেড়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ